আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে র‌্যালি ও সমাবেশ

7
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট শাখা আয়োজিত গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

গণপ্রকৌশল দিবস ’১৯ ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সিলেট রেজিস্ট্রারী মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্ট্রারী মাঠ এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)সিলেট জেলা শাখার সভাপতি মোঃ নজরুল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদুর রহমান এর যৌথ পরিচালনায় র‌্যালি পরবর্তী প্রকৌশল সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ড. মোঃ আব্দুল্লাহ, সিলেট টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ (টিএসসি)’র অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, জেলা শাখার সাবেক সভাপতি জালাল আহমদ, সাবেক সহ-সভাপতি মোঃ ইয়াছিন ইকরাম, সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল মজিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক রমাপদ দাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক উজ্জ্বল কুমার দে, প্রবীন সদস্য প্রকৌশলী নিকেশ চন্দ্র রায়, মোঃ নিজাম উদ্দিন, মলয় কুমার রায়, পাউবো ডিপ্রকৌস’র সভাপতি আলী আহমদ হোসাইন, বিউবো ডিপ্রকৌস এর সভাপতি মোঃ নূরুল হুদা চৌধুরী, বাপিডিপ্রকৌ’র সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, আইডিইবি’র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ শামসুল আলমসহ অন্যান্য সদস্য প্রকৌশলী প্রমুখ। বিজ্ঞপ্তি