নবীগঞ্জে দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ

4

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
উপজেলার কুর্শী কার্প হ্যাচারী কমপ্লেক্সে ১দিন ব্যাপী রুই জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনার উপর মাছচাষীদের মধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে কুর্শী কার্প হ্যাচারী কর্মকর্তা ওবায়দুল হাসান চঞ্চলের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাদা খরছু, বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে উপজেলার প্রায় ৩০জন মাছচাষীদের মধ্যে প্রশিক্ষণ দেয়া হয়। উল্লেখ্য উক্ত হ্যাচারীতে প্রতি বছরই বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির মাছের উপর মাছচাষীদের মধ্যে প্রশিক্ষণ দেয়া হয়।