জ্যৈষ্ঠ মাসে

30

জিল্লুর রহমান পাটোয়ারী

জ্যৈষ্ঠ মাসে আমের বনে,
আম কুড়ানো ধুম –
জুটলো বনে দুষ্ট ছেলেরা,
নাইকো চোখে ঘুম।

উঠলো মেতে ছুটছে তারা,
আমের বনে বনে –
কি আনন্দ দুষ্ট ছেলেরা,
গাইছে গানে গানে।

পাকা আমের ঘ্রাণে ঘ্রাণে,
আনন্দ মন ভরে –
জুটলো সবে দুষ্ট ছেলেরা,
কতই মজা করে।

জ্যৈষ্ঠ মাসের মিষ্টি মধু,
পাকা আমের রসে –
দুষ্ট ছেলেরা খাচ্ছে দেখ,
কি আনন্দ বসে।