চাষী

28

হাসান ফখরুল

গ্রীষ্মের দুপুর রোদ্দুর খা খা
কৃষক ঝরায় ঘাম
সোনার ফসল ফলায় তবু
পায় না ন্যায্য দাম।

ভোর না হতে লাঙ্গল কাঁধে
ছুটে মাঠের পানে
কষ্ট করে কৃষক মাঠে
সোনার ফসল আনে।

ফসল ফলার উপকরণ
সেচ কিংবা স্যার
এসব কিছুর খরচ বাদে
লাভ থাকে না তার।

তবু কৃষক ফসল ফলায়
বাঁচায় দেশের প্রাণ
ন্যায্য মূল্য চায় যে কৃষক
চায় না কারো ত্রাণ।

সকল কিছুর দাম বেড়েছে
দাম বাড়েনি ধানে
কৃষক মরে হাহাকারে
ধনীরা কি জানে?