ঋতুর রাজা বসন্ত

40

আব্দুল্লাহ আল তুহিন

বসন্ত এলে পাখি খুশি
কোকিল গায় গান,
সকাল-বিকাল গান শুনে
মুগ্ধ সবার প্রাণ।

পাপড়ি আর ফুলের ঘ্রাণ
সৌরভ চারিপাশে!
খেলার মাঠে শিশু খেলে
দেখে বসন্ত হাসে।

আমি হাসি ওদের সাথে
নেই’ত হাসতে মানা!
অতিথি পাখি যাচ্ছে ফিরে
সঙ্গে নিয়ে ছানা।

বসন্ত হলো ঋতুর রাজা
সকলে সেটা জানে,
শত শত ফুলের বাহার
মজা লাগে মনে।