সেবামূলক প্রতিষ্ঠানগুলো সাহায্যের হাত প্রসারিত করায় দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটাতে সচেষ্ট হয়েছি ——————- জেলা প্রশাসক

10
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে বন্যাক্রান্ত সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ও সমিতির সভাপতি মো. মজিবর রহমান।

সিলেটের জেলা প্রশাসক, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো. মজিবর রহমান বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে সরকারের পাশাপাশি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসায় দরিদ্র অসহায় মানুষেরা অনেকটা লাভবান হয়েছেন। বন্যায় দরিদ্র অসহায় মানুষদের মাথাগোজার ঠাঁই বাসস্থানগুলো ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সরকার এ সকল বন্যাক্রান্ত মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন। তেমনি সমাজহিতৈষী ব্যক্তিত্ব সহ সেবামূলক প্রতিষ্ঠানগুলো সাহায্যের হাত প্রসারিত করায় আমরা দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটাতে সচেষ্ট হয়েছি।
তিনি বুধবার (১৭ আগষ্ট) নগরীর ইসলামপুর মেজরটিলাস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে বন্যাক্রান্ত সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির এ মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের সেবা কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।
সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসানের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. এম. এ. সালাম, সৈয়দ আবু সাদেক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী প্রমুখ।
পরে অনুষ্ঠানের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার একশত অসহায় দরিদ্রদের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক মো. মজিবর রহমান জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত জালালাবাদ চক্ষু হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি হাসপাতাল চত্ত্বরে একটি নিম গাছের চারা রোপন করেন। এ সময় সমিতির কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি