রামকৃষ্ণ মিশন আশ্রমে যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব আজ

5

যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব উদ্যাপন উপলক্ষে সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ ১৭ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, ভোর ৫টায় মঙ্গলারতি ও স্তোত্র পাঠ, সকাল ৭টায় উপনিষদ ও গীতা পাঠ, সকাল সাড়ে ৮টায় স্বামীজীর প্রতিকৃতিসহ নগর পরিক্রমা ও মন্দির প্রদক্ষিণ এবং বিশেষ পূজা শেষে প্রসাদ বিতরণ, সকাল ৯টায় শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, দুপুর ১২টায় ‘যুব মানসে স্বামীজী’ বিষয়ক আলোচনা সভা আশ্রমের প্রেমেশানন্দ হলে অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে। প্রধান অতিথি থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। বিশেষ অতিথি থাকবেন প্রকৌশলী সুধাময় দেব। আলোচনায় অংশগ্রহণ করবেন অবঃ ব্যাংক কর্মকর্তা বিকাশ রঞ্জন বিশ^াস, এডভোকেট সন্তু দাস, সমাজসেবক বিজয় কৃষ্ণ বিশ^াস, বিজয় বিশ^াস প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। পরে সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করবেন সিলেটের স্থানীয় শিল্পীবৃন্দ।
উৎসবে সিলেটের বিবেকানন্দ অনুরাগী সকল ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিজ্ঞপ্তি