রূপে ভরা বাংলা

39

জিল্লুর রহমান পাটোয়ারী

রূপে ভরা বাংলা আমার,
গুণে ভরা দেশ –
এই দেশেতেই জম্ম নিয়ে,
সুখেই আছি বেশ।

সবুজ শ্যামল নাইকো কোথাও,
এই বাংলার মতো –
মাঠ ভরা ধান কৃষকের হাসি,
আরও আছে কতো।

বন বনানী পাখি ডাকা ভোর,
সকালে রবির হাসি –
মুগ্ধ মনে গান গেয়ে যায়
রাখাল সুরের বাঁশি।

জন্ম নিয়ে গর্ব আমার,
গর্বতে বুক ভরি –
বাংলা আমার মায়ের ভাষা,
তারে শ্রদ্ধা করি।