নারীদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে সরকারের যুগান্তকারী কর্মতৎপরতা অব্যাহত রয়েছে – জুলিয়া যেসমিন মিলি

48

নারীদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে সরকারের যুগান্তকারী কর্মতৎপরতা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি। তিনি শনিবার আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রাণী কর্মকার এর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার। বক্তারা সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি আরও বলেন-নারী বান্ধব এ সরকার নারীদের কল্যাণে নিবেদিত। ফলে নারীরা আজ আর কেবলমাত্র গৃহকর্মে আবদ্ধ নন, পুরুষের পাশাপাশি তারাও সমভাবে কাজ করে যাচ্ছেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। তিনি বলেন-আগেকার দিনে পরিবারে সিদ্ধান্ত গ্রহণে নারীদেরকে অবহেলা করা হতো। তাদের মতামতকে উপেক্ষা করা হতো। কিন্তু বর্তমানে পরিবারের যে কোন সিদ্ধান্ত গ্রহণে নারীদের মতামতকে প্রাধান্য হচ্ছে। আর এভাবেই এগিয়ে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। তিনি বলেন-সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সঠিক বাস্তবায়নের ফলে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। ডিজিটাল এ যুগে নারীদেরকে আরও এগিয়ে যাবার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি। সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে শিক্ষক, রাজনীতিবিদ এবং নারী উদ্যোক্তাসহ বিপুল সংখ্যক গৃহীনি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি