শীত

31

মাযহারুল ইসলাম অনিক

দূর্বা কণায় শিশির পড়ে এলো রে ভাই শীত,
বুড়ো-বুড়ি গাইছে দেখো নানান রকম গীত।

রসের ভাড়ে চুমুক দিয়ে করছে যে সব সাবাড়,
খেজুর গুড়ে হচ্ছে দেখো নিত্যনতুন খাবার।

চাদরখানা গায়ে জড়ায় যাচ্ছে দেখো হাটে,
গরম চায়ে চুমুক দিয়ে নানান ছড়া কাটে।

এইভাবে যে চলছে সবাই মোটা জামা গায়ে,
উলের মোজা রাখছে দেখো নিত্যনতুন পায়ে।

বুড়ো-বুড়ি খোকা-খুকু রোদ্র তাপে বসে,
ছয়টা ছেড়ে দশটা বেলায় ওই যে জমি চষে।

শিশির কণা রসের ভাড়ে দিচ্ছে কিসের জানান?
গেঞ্জি ছেড়ে আগেভাগে শীতের কাপড় আনান।

ছয়টি ঋতুর বিশেষ ঋতু এই এসেছে শীত,
সূর্য তাপে আজকে সবাই গাইবো নানান গীত।