জগন্নাথপুরে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ

46

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার আসর ভেঙে দিয়েছে পুলিশ। মেলাটি ভেঙে দেয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, গত ২ দিন ধরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মাঠে স্থানীয় একটি কুচক্রী মহল মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার আসর বসায়। বৃহস্পতিবার রাত থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে মেলা আয়োজনকারীদের মনের আশা পূরণ হলনা। তাদের বিধি বাম। বেকে বসে বে-রসিক পুলিশ।
খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর (সার্কেল) মাহবুবুর রহমান ও জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর হস্তক্ষেপে জগন্নাথপুর থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই হাবিবুর রহমান, এসআই হাবিবুর রহমান-২, এসআই কায়েমুল ইসলাম, এসআই কবির উদ্দিন, এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ হাই জকি এর উপস্থিতিতে মেলায় বসানো অশ্লীল নৃত্যের মঞ্চ, শতশত দোকানপাট ও জুয়া খেলার কেডি ঘর উচ্ছেদ করে মেলাটি ভেঙে দেয়া হয়। মেলাটি ভেঙে দেয়ার খবর ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলিম জনতা সহ সর্বস্তরের সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে আসে।