শরৎ শুভচ্ছো

21

কৌশিক সূত্রধর

শরৎ এলো ঝলমল করে
বর্ষা ঋতুর শেষে।
ফুরফুরে বাতাসে, নীল আকাশে
মেঘ পরীরা ভাসে।
শরৎ আনন্দে ভাসবে প্রকৃতি আপন গৌরবে,
মৃদুমন্দ হাওয়া মাতাবে কাশ ফুলের সৌরভে।
ফুটবে শিউলি, ডাকবে বুলবুলি
সবুজ ঐ উপবনে।
বর্ণাঢ্য উৎসবে মাতবে বাংলা
শরৎ রৌদ্রবসনে।