অগ্নিঝরা মার্চ

5

জেড. এম. শামসুল :
অগ্নি ঝরা ১৭ মার্চ। আজকের এই দিনে চট্টগ্রামে আয়োজিত ন্যাপ ভাসানীর এক সভায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এখন আর কোন আপোষের অবকাশ নেই। এ দিন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম জন্মবার্ষিকী। এদিন সকালে থেকেই বঙ্গবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে ধানমন্ডির ৩২নং সড়কের ঐতিহাসিক ভবনে। এ দিন বঙ্গবন্ধু সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন।
সাংবাদিকদের সাথে আলোচনায় বঙ্গবন্ধু বলেছেন, আমি জন্মদিন পালন করি না। যে দেশে প্রতিদিন অসংখ্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে। সেই দেশে আমার জন্মদিন কী ? বঙ্গবন্ধু আবেগময় কণ্ঠে বললেন আমার কাছে আমার জীবন অতি তুচ্ছ। আমার কাছে বাংলার জনগণই জীবন। সারাটা জীবন তো সংগ্রাম করে কাটালাম, জন্মদিন পালন করার সময় পেলাম কই। বঙ্গবন্ধু বলেন, এদেশের জনগণ যেদিন প্রকৃত মুক্ত হতে পারবে। কোন মতে দুবেলা খেতে পারবে। সত্যিকারের ভাল থাকবে সেদিন জনগণই আমার জন্মদিন পালন করবে।