বিছনাকান্দি পাথর কোয়ারিতে শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের, আটক ১

20

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারির গোচারণ ভূমি এলাকা থেকে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত রুহেলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে গর্তের মালিক মনির উদ্দিনকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক ব্যক্তির বিরুদ্ধে শনিবার রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামী বিছনাকান্দি এলাকার মাহমুদ আলীর ছেলে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
থানার ওসি মো. দেলওয়ার হোসেন জানান পাথর কোয়ারির পার ধসে শ্রমিক নিহতের ঘটনায় শনিবার রাতে এজহার নামীয় এক আসামীকে আটক করা হয়েছে। মামলার অপর আসামীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে বিছনাকান্দি পাথর কোয়ারির গোচারণ ভূমি এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পার ধসে রুহেল নামের এক পাথর শ্রমিক নিহত হয়।