বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করবে এলইউমুন সম্মেলন – ড. রাগীব আলী

33

পর্দা নামলো লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশন্স সম্মেলনের (এলইউমুন)। গত শনিবার সন্ধ্যায় ইউনিভার্সিটির রাগীবনগরস্থ স্থায়ী ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের খ্যাতিমান শিল্পপতি, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মডেল ইউনাইটেড ন্যাশন্স বা ছায়া জাতিসংঘ অনুশীলনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার পথ দেখিয়েছে। এসব শিক্ষার্থীই একদিন বিশ্বে আমাদের দেশ ও জাতির সুনাম বৃদ্ধি করবে।
এলইউমুন’র উপদেষ্টা তাহরিমা চৌধুরী জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন-রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক আব্দুল হাই, কি নোট স্পিকার ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন-আইসিটি বিভাগের অবসরপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বনমালী ভৌমিক, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মো. নজরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের ডীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.এস এম আলী আক্কাস। বিজ্ঞপ্তি