আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় আসে, কৃষক সমাজের ভাগ্যের পরিবর্তন ঘটে -মোমিন চৌধুরী

36

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় যায়, তখন দেশের কৃষক সমাজের ভাগ্যের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে কৃষকদের উৎপাদিত ফসল বিদেশে আজ রপ্তানি হচ্ছে। কৃষক সমাজের এ পরিবর্তনের দ্বারা অব্যাহত রাখতে কৃষকলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান তিনি। আব্দুল মুমিন চৌধুরী গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় কানাইঘাট ডাকবাংলো প্রাঙ্গণে কানাইঘাট উপজেলা কৃষকলীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আশিক উদ্দিনের পরিচালনায় উক্ত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামছুল ইসলাম, সহ সভাপতি তেরাব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমদুর রব, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, বড়চতুল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামিল আহমদ। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, কৃষকলীগ নেতা মাহমুদ হাসান, আব্দুল ওয়াহিদ, মোঃ ইউসুফ, ইয়াহিয়া, মনি বাবু চৌধুরী, আসাদ উদ্দিন, যুবলীগ নেতা আবুল হারিছ, ছাত্রলীগ নেতা আসাদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি