বাংলাদেশী বংশোদ্ভূত সমুজ মিয়ার ইউনিভার্সিটি অব ওয়েষ্ট লন্ডনে কৃতিত্ব অর্জন

11

ছাতক থেকে সংবাদদাতা :
ইউনিভার্সিটি অব ওয়েষ্ট লন্ডন থেকে বিএ অনার্স পাস করেছেন সমুজ মিয়া। তিনি বিজনেস বিভাগে ফার্ষ্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন। সমুজ মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রামের মো. মকছুদুর রহমান ও গৃহিনী জিনিয়া ইয়াছমিন দিনার পুত্র। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সমুজ মিয়া সবার বড়। চলতি বছরের জুনে ফলাফল প্রকাশিত হলেও ১ ডিসেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় দুপুরে লন্ডনের টুইকেনহাম স্টেডিয়ামে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে তাকে সনদ দেয়া হয়।
জানা যায়, ১৯৯৯ সাল থেকে পিতা-মাতার সাথে স্ব-পরিবারে লন্ডনে স্থায়ী ভাবে বসবাস করে আসছেন সমুজ মিয়া। সেখানের আক্সব্রিজ এলাকায় বসবাসের পাশাপাশি একসময় তিনি লেখা-পড়ায় বেশ মনযোগি হয়ে উঠেন। ২০২১ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডন থেকে প্রথম বিভাগে বিএ অনার্স পাশ করেন। গত জুন মাসে এ ফলাফল প্রকাশিত হলেও করোনা সংক্রমণ এর কারণে গ্র্যাজুয়েশন দেয়া হয়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে সেখানের টুইকেনহাম স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সকলের সাথে তাকেও দেয়া হয় গ্র্যাজুয়েশন। নাড়ির টানে তিনি মাঝে মধ্যে দেশে এসে সামাজিক কর্মকান্ডসহ পিতার ব্যবসা-বাণিজ্য দেখাশুনা করেন। তার এ সাফল্যে পরিবারের লোকজন ছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত এলাকার মানুষ অত্যন্ত খুশি।