দুঃখ হবে হাওয়া

13

হামীম রায়হান

চুরি করেছিস তুই গরিবের ত্রাণ,
মানুষ নয়রে তুই হলি শয়তান।
দুখির পেটে লাথি মেরে,
পাবি না রে তুই সুখ,
দেখতে মানুষ হলেও রে
তোর শয়তান লাগা মুখ।
নেই কোন পথ রক্ষে পাবার,
দে ফিরিয়ে তাদের খাবার।
পরের মুখের হাসির চেয়েও
নাইরে কিছু দামি কিছু,
লোভ লালসার পথ ছেড়ে
নে মানবতার পিছু।
আজ নিয়ে নে দীপ্ত শপথ,
হাঁটবি রে তুই ন্যায়ের পথ।
রাখবি মনে ভোগের চেয়েও
ত্যাগেই পরম পাওয়া,
দেখবি তখন এক নিমিষেই
দুঃখ হবে হাওয়া।