কোম্পানীগঞ্জ সংবাদদাতা
কেক কেটে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় কোম্পানীগঞ্জে শাহীন আহমদ (২৬) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীন আহমদ উপজেলার দক্ষিণ রনিয়াই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, শনিবার ৪ জানুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে মাস্ক পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ভিডিও ফেসবুকে পোস্ট করেন যা ভাইরাল হয়। জুলাই-আগস্ট মাসজুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা চালিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার প্রমাণ রয়েছে। শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।