ছাতক-দোয়ারাবাসীকে নিয়ে কটুক্তিকারী পিআইও দু’দিন ধরে অফিসে অনুপস্থিত, জনমনে ক্ষোভ

28

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকবাসী ও দোয়ারাবাজারবাসীকে কটুক্তিকারী দোয়ারাবাজার উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) এসএম করিম। এর কটুক্তির খবর চারদিক ছড়িয়ে পড়ায় স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বমহলের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকে দু’দিন ধরে অফিসে আসছেন না ওই কটুক্তিকারী পিআইও।
মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম এবং নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম দু’জনই রাস্তার কাজের বিষয়ে জানতে পিআইও এসএম করিমের কাছে জানতে চান। এ সময় পিআইও এসএম করিম উত্তেজিত হয়ে বলেন, এসব বিষয়ে আমি জানিনা। এ সময় তিনি ছাতক ও দোয়ারাবাজারবাসীকে নিয়ে অত্যন্ত নোংরা কটুক্তি করে বলেন এসব এলাকার লোকদের নিয়া এমপি চলেন কি করে। প্রকাশ্যেই এমন কটুক্তিমূলক মন্তব্যে স্থানীয় লোকজন পিআইও কে এই বিষয়ে জিজ্ঞাসার পরই উভয়ের মধ্যে কথা কাটাকাটি হট্টগোল শুরু হয়। এই খবরে চারদিক উত্তেজনা দেখা দিলে উপজেলা আ’লীগ নেতা ও সাবেক দোহালিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফখর উদ্দিনের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম জানান, দুই উপজেলাবাসীকে নিয়ে পিআইও অত্যন্ত খারাপভাবে কটুক্তি করেছেন। অবিলম্বে এই কর্মকর্তার অপসারণ করা না হলে প্রয়োজনে সর্বস্তরের জনতাকে নিয়ে তার বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়া হবে। কটুক্তির বিষয়ে উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এসএম করিমকে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মহুয়া মমতাজ বলেন, বিষয়টি মৌখিক ভাবে জানতে পেরেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কটুক্তিকারী পিআইও করিম বুধ ও বৃহস্পতিবার দু’দিন অফিসে আসেন নি।