সাজিয়া ইসলাম দিবা

5

শীত আসছে :

হেমন্তের হিম সকাল কাটিয়ে,
ঘন কুয়াশায় চারদিক মাতিয়ে,
গরম ভাপায় ঘুম ভাঙিয়ে,
শীত আসছে যে দাপিয়ে,
শিউলী ফুলের গন্ধ চারদিকে ভাসছে,
বছর ঘুরে আবার শীত আসছে,
উত্তরের শীত সহজে যায় না,
ভাবলেই গায়ে দেয় যে কাটা,
শীত না আসতেই আক্রান্ত সর্দি কাশি জ্বরে,
শীত এলে কি হবে ভাবছি বসে দোরে,
তবু শীত আসুক তাজা সবজি ফল নিয়ে,
নানা রকম পিঠাপুলিতে ভরিয়ে,
কেউ যেন শীতবস্ত্র অভাবে কষ্ট না পায়,
সবার শীত খুশি আনন্দে কেটে যায়।