মশিউর রহমান, বিশ্বনাথ
বিশ্বনাথে আলু চাষে তাক লাগিয়েছেন সফল কৃষি উদ্যোক্তা মো. গোলাম মোস্তফা। স্বল্প পুঁজি ও পরিশ্রমে, অল্প দিনে লাখ টাকা মুনাফার আশা করছেন তরুণ এ কৃষক। পাশাপাশি জমিতে চাষ করেছেন শসা, ঢেঁড়স আর সরিয়া। এর আগে সূর্যমুখী ও ভুট্টা চাষে বাজিমাত করেন তিনি।
সরেজমিন গোলাম মোস্তফার আলু চাষ দেখতে যাওয়া হয়, উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। গিয়ে দেখা যায়, বাড়ির কাছেই ধানি জমিতে শোভা পাচ্ছে সারি সারি পুষ্ট আলুর গাছ। পাশেই রয়েছে মালচিং পদ্ধতিতে শসার চাষাবাদ। তার কাছেই রয়েছে সরিষা ক্ষেত। এসময় আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত ছিলেন তিনি।
কথা হলে জানান, এক বিঘা জমিতে গেল ৩রা ডিসেম্বর, ১৫০ কেজি ব্রাক সীড ‘ডায়মন্ড’ জাতের আলু বীজ বপণ করেন তিনি। রোপণের ১০-১২ দিনের মাথায় গজায় গাছ। বর্তমানে প্রতিটি গাছ ৬০দিন বয়সি। একটি গাছ উপড়ে দেখা গেছে ১৫০-২০০ গ্রাম ফলন হয়েছে। এটি বাড়ন্ত অবস্থায় রয়েছে। ৯০ দিন বাদে তোলা হবে আলুু। সে অনুপাতে এ ক্ষেত থেকে আলু পাওয়া যাবে ১শ মন প্রায়। মাঠ প্রস্তুত, রোপণ আর পরিচর্যা সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৩০-৩৫ হাজার টাকা। খরচ বাদে মন প্রতি ১ হাজার ১২শ টাকা করেও বিক্রি করলেও আয় হবে লাখ টাকা।
তিনি বলেন, কৃষিতে সফল হওয়া কঠোর পরিশ্রমের। সেই কাজটাই করে যাচ্ছি। স্বপ্ন নিয়ে অনেক দূর এগিয়ে যাবার চেষ্টা করছি। একদিন ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, চলমান অর্থবছরে উপজেলায় প্রায় ১৭৮ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আলু বাড়ন্ত পর্যায়ে রয়েছে। চলমান মৌসুমে আলুর অনুক‚ল আবহাওয়া থাকায় ভালো ফলন আশা করা যাচ্ছে। কৃষি উদ্যোক্তা গোলাম মোস্তফা সঠিক নিয়মে আলু চাষ করেছেন। এ থেকে নিশ্চয়ই তিনি লাভের মুখ দেখবেন।