স্টাফ রিপোর্টার :
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ আধুনিক, সুখি ও সমৃদ্ধশালী এলাকা উপহার দেয়ার প্রত্যয় নিয়ে ১৯দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনের বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি এসব ইশতেহার বাস্তবায়ন করবেন বলে জানান তিনি।
ইশতেহারে তিনি রাস্তাঘাটের উন্নয়ন, গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান, নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মৎস্যজীবীদের স্বার্থ উন্নয়ন, আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, প্রবাসীদের সুবিধার্থে প্রবাসী সেল গঠন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা, তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থায় তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
এছাড়া নতুন স্কুল, কলেজ এবং বিশ^বিদ্যালয় স্থাপন, নারী নির্যাতন ও ইভটিজিং রোধে মনিটরিং সেল গঠন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ব্যবস্থা, বয়স্কদের বার্ধক্যকালীন সেবা নিশ্চিত, আবাসন সমস্যা দূরীকরণ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকাকে মডেল এলাকায় রূপান্তর, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, বর্জ্যমুক্ত পরিচ্ছন্ন এলাকা গড়ে তুলা, মানুষের জান-মালের নিরাপত্তা এবং জণগণের কাছাকাছি পৌঁছাতে অভিযোগ সেল গঠন করবেন তিনি ।