হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মজিদ খানকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবদুল আলীমের আদালতে মজিদ খানকে হাজির করা হয়। পুলিশ তাকে বানিয়াচং থানায় দায়ের করা ৯ জনকে হত্যার মামলায় গ্রেফতার দেখিয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়নি। পাশাপাশি আসামির পক্ষে কোনো আইনজীবী জামিন চাননি। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাতেই তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
হবিগঞ্জ আদালতের অ্যাডভোকেট এমএ মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান- গত ৫ আগস্ট জেলার বানিয়াচংয়ে ৯ জনকে হত্যা মামলায় বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক এমপিকে আদালতে তোলা হয়। উল্লেখিত আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। তবে রিমান্ডে নেয়ার কোন আবেদন হয়নি। তিনি বলেন- আবদুল মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বানিয়াচং আজমিরীগঞ্জ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামীলীগের প্রার্থীর কাছে হেরে যান।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান- সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশ ঢাকা থেকে আব্দুল মজিদ খানকে গ্রেফতার করে। এরপর রাতেই বানিয়াচং থানার পুলিশের একটি টিম তাকে হবিগঞ্জ নিয়ে আসে। পরে মঙ্গলবার সদর থানা পুলিশের সহায়তায় তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করা হয়। আব্দুল মজিদ খানের বিরুদ্ধে নাইন মার্ডার মামলা ছাড়াও হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলাসহ আরো একাধিক মামলা রয়েছে।