স্টাফ রিপোর্টার
সিলেটে অপারেশন ডেভিল হান্টের পৃথক অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সিলেটে ৩ জন, সুনামগঞ্জে ১১ জন ও ছাতকে ৯ জন রয়েছে।
নগরী : চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদের ফেসবুক পেজে ছবিসহ এ তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের আশরাফ আলীর ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুফিয়ান এ পান্না (৪৬) এবং নগরীর মিরাপাড়া ১১৬/এ এর মৃত খলিলুর রহমানের ছেলে ও ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম (৫১)। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জঃ
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম মিফতার সাবেক ইউপি সদস্য ও উপজেলার শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে মাইজগাঁও বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে সোর্পত করা হয়েছে।
সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম (৪২), সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. কাওছার (৩৩), রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন (৪৫), রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন (৩৫), কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া (৪২), দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য বাবুল মিয়া (৪০), দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কমিটির যুগ্ম আহŸায়ক আব্দুল্লা আল মামুন (২৮), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন (২৪), নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী (৫০), বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন (৬০) এবং মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ (৩৭)।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ছাতকঃ
ছাতকে রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ৯ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের রশিদ উল্লাহর ছেলে আলী হোসেন (২৫), কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁও গ্রামের শরিফ মিয়ার ছেলে সুনামগগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাশরীফ হোসেন (২৪), কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জজ মিয়া (৩০), দেলোয়ার হোসেনের ছেলে রবিউল আলম (২২), কালা মিয়া ছেলে রিপন মিয়া (২৫), জারু মিয়ার ছেলে আব্দুল জলিল (৩৫), মর্তুজ আলীর ছেলে হেলাল মিয়া (২৫), দোয়ারাবাজারের বাঁশতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২২), দলেরগাওঁ গ্রামের সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম সাদ্দাম (২০)।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, রাজনৈতিক, চোরাচালান ও নিয়মিত মামলায় গ্রেফতারকৃত ৯ জন আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।