বিশ্বনাথ প্রতিনিধি
বাজার মনিটরিং-এর অংশ হিসেবে বিশ্বনাথ পৌর শহরের নতুন ও পুরাণ বাজার এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ২ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বাজারে সোয়াবিন তেল’র স্বল্পতা পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনাকালে তেল, ছোলা, ডাল, চিনি, খেজুর’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার দর ও প্রাপ্যতা এবং ফ্রেশ-রুপচাদা পরিবেশকের গোডাউনে মজুদ যাচাই করা হয়। এসময় ডিলার ও পাইকারী বিক্রেতাদের সরবরাহ ঠিক রাখতে বলা হয়।