গোয়াইনঘাটের যে গ্রামে নেই কোনো রাস্তা

2

কে.এম লিমন গোয়াইনঘাট

দমদমা নামে ছোট্ট একটি গ্রাম। সেখানে ৭০-৮০ টির মতো পরিবার বসবাস করেন। তবে গ্রামটিতে ঢোকার কোনো ধরণের রাস্তা নেই। তাই ব্যক্তি মালিকানাধীন জমির আইল দিয়ে হাটবাজার ও জেলা-উপজেলা শহরে আসা যাওয়া করে আসছেন বাসিন্দারা। বর্ষাকালে গ্রামটির চারপাশে পানি থৈ থৈ করে। তখন নৌকা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না কেউ। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে হচ্ছে স্কুল-মাদরাসার শিশু শিক্ষার্থীদের। এ ছাড়া রাস্তা না থাকায় গ্রামের বাসিন্দাররা তাদের প্রাপ্ত বয়সী ছেলেমেদের ভাল কোনো পরিবারে বিয়ে দিতে পারছেন না। অসহায় এই গ্রামটির অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়নে।
গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে তাদের দুর্ভোগের এসব তথ্য জানা গেছে। গ্রামবাসীর দাবি, গ্রামে প্রবেশের জন্য কয়েকশ মিটার একটি রাস্তা নির্মাণ করে দিলেই তারা ভয়াবহ এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, দমদমা গ্রামের প্রবেশের জন্য কোনো রাস্তা নেই। বাসিন্দারা কৃষিপণ্য মাথায় করে ওই কাঁদামাটির ভেতর দিয়ে পায়ে হেটে হাট-বাজারে নিয়ে যাচ্ছেন। কোলমমতি শিশু শিক্ষার্থীরাও কাঁদামাটি পার হয়ে স্কুল-মাদরাসায় যাচ্ছে। এমন অবস্থায় ওই গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের যেন শেষ নেই।
দমদমা গ্রামের বাসিন্দা মো: আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান বলেন, আমাদের ছোট্ট এই গ্রামে ৭০-৮০ টি পরিবারের তিন শতাধিক সদস্য বসবাস করেন। গ্রামে শতভাগ বিদ্যুৎ ও স্কুল থাকলেও গ্রামের ঢোকার কোনো রাস্তা নেই। রাস্তা না থাকায় আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রতিদিন কাঁদামাটি পাড়ি দিয়ে হাট-বাজার ও উপজেলায় যেতে হয়। এ ছাড়া গ্রামটিতে অবস্থিত দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার কারণে পোহাতে হয় নানা ভোগান্তি ও জটিলতা। অনেক কষ্ট করে স্কুল-মাদরাসায় যায়। তারা আরো বলেন, এমন অবস্থায় বিশেষ করে গ্রামের কেউ হঠাৎ অসুস্থ হলে বা কোনো গর্ভবতী নারীর সমস্যা হলে দ্রæত যে তাদের হাসপাতালে নিয়ে যাবো, সেই সুযোগ নেই। রাস্তা না থাকায় শুধু দুর্ভোগ পোহাতেই হচ্ছে না আমাদের, ছেলেমেয়েদর বিয়ে দেওয়া নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় কেউ আমাদের সাথে আত্মীয় করতে চায় না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার গ্রামে ঢোকার একটি রাস্তা দ্রæত নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।
দমদমা বাজারের ব্যবসায়ী আরিফ উদ্দিন বলেন, গ্রামের পাশেই বিজেপি ক্যাম্পের রাস্তা থাকলেও আমাদের গ্রামের কোন রাস্তা নেই। আমার মনে হয় আমরা সরকারের লিস্টে নাই, থাকলে এতদিনে আমাদের রাস্তা ঠিকই হতো।
বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলাম বলেন, রাস্তা না থাকায় দমদমা গ্রামের মানুষ একরকম গৃহবন্দী। তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু সরকারি হালট না থাকায় সম্ভব হয়নি। জমির মালিকরাও জমি দিতে রাজি হলে বরাদ্দ দিয়ে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, দমদমা গ্রামের ঢোকার মতো সরকারি হালটও নেই। তাই রাস্তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে ওই এলাকার মানুষ যদি রাস্তা নির্মাণের জন্য জমি দেন তাহলে রাস্তা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয় সরকার থেকে ১৩ টি গ্রামের উন্নয়নের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পে এই গ্রামটিরও নাম প্রস্তাবনা পাঠানো হয়েছে।