নগরীতে মধ্যরাতে হামলার শিকার মিসবাহ সিরাজ

1

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ মধ্যরাতে হামলার শিকার হয়েছেন। তবে হামলাকারীদের সর্ম্পকে বিস্তারিত বিবরণ জানা যায়নি। গুরুতর জখম অবস্থায় তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।
অপহরণ হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ৩টার দিকে সাগরদিঘীরপাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব রাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে ভোররাত ৪টার দিকে নগরীর সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার শরীরে এনেস্থিসিয়া করে অস্ত্রোপচার হয়।
আল হারামাইন হাসপাতালের ইনচার্জ পারভেজ আহমদ দৈনিক কাজির বাজার পত্রিকাকে জানান, শুক্রবার সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় মিসবাহ উদ্দিন সিরাজকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হলে এনেস্থিসিয়া করে তার বাম পায়ে অস্ত্রোপচার করা হয়। এ সময় তার পায়ে ৫টি সেলাই লাগে। পরে সকাল ১০টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং এর পরে তিনি কোথায় গিয়েছেন আমরা জানি না।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আমরা এরকম ঘটনা বিভিন্ন মারফতে শুনেছি। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে চলে যান। ওই সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।