স্টাফ রিপোর্টার :
নগরীতে অস্ত্র মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেছা এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম- শামীম আহমদ (২৮ )। সে নগরীর ভাতালিয়া ৪৯ নং-এর মৃত ময়না মিয়ার পুত্র।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২০ জানুয়ারি রাতে নগরীর পশ্চিম শেখঘাট নবাব রোড পয়েন্ট সংলগ্ন আনন্দ টেলিকম দোকানের সামনে একটি লোহার তৈরী দেশীয় পাইপগানসহ র্যাবের হাতে আটক হন সাজাপ্রাপ্ত শামীম আহমদ। পরে র্যাব-৯ এর ডিএডি মোঃ ইস্রাফিল ভূঁইয়া বাদী হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ২৯ (ক ) ধারায় মামলা দায়ের করেন । মামলা নং-৬৩/১০ ( পরবর্তীতে সেটি বিশেষ ক্ষমতা আইনে স্থানান্তরিত হয়,যার নং-৬০/১৩)। ২০১০ সালের ৯ ফেব্র“য়ারী আদালত মামলার চার্জ গঠন করেন। মামলাটি তদন্ত করেন এসআই মোঃ মারুফ হাসান । মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ৫ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি এডভোকেট মাসুক আহমদ,আসামীপক্ষে ছিলেন এডভোকেট ফারজানা হাবীব চৌধুরী।