বিপিএল উপলক্ষে যানবাহন ও ট্রাফিক নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

62

আগামি ৪ নভেম্বর হতে ৯ নভেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিটিএল-টি-২০ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত টুর্ণামেন্ট উপলক্ষে আগামী ৬ নভেম্বর ব্যতিত কাল ৩ নভেম্বর হতে ৯ নভেম্বর পর্যন্ত যানবাহন ও ট্রাফিক প্রয়োজন অনুযায়ী দুপুর ১ টা হতে বেলা আড়াই টা এবং সন্ধ্যা ৬ হতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত নি¤েœাক্ত রাস্তাসমূহে যানবাহন চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রায়োজন অনুযায়ী সাময়িক সময়ের জন্য বন্ধ করা হবে। এই সময়ে নগরবাসীকে নি¤েœবর্ণিত রাস্তাসমূহ ব্যতীত অন্যান্য রাস্তা ব্যবহার করার জন্য সবিনয় অনুরোধ করা হল। বিপিএল টি-২০ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের নিমিত্তে এসএমপি সম্মানিত নগরবাসীর সার্বিক সহায়তা প্রত্যাশা করছি।
নগরবাসীর চলাচলের সুবিধার্থে বিপিএল টি-২০ এর সময়সূচি হচ্ছে, ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ টায় সিলেট সিক্্রার্স বনাম ঢাকা ডাইনামাইটস, ওইদিন সন্ধ্যা ৭ টায় রাজশাহী কিংস বনাম রংপুর রাইডার্স। ৫ নভেম্বর সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস, ওইদিন সন্ধ্যা ৭ টায় খুলনা টাইটানস বনাম ঢাকা ডাইনামাইটস, ৭ নভেম্বর দুপুর ২ টায় চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস, ওইদিন সন্ধ্যা ৭ টায় সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস, ৮ নভেম্বর দুপুর ২ টায় রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস এবং ওইদিন সন্ধ্যা ৭ টায় সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস।
ম্যাচ চলাকালীন সময়ে যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনা রোজভিউ হোটেল হতে সোবহানীঘাট-নাইওরপুল-কুমারপাড়া-শাহীঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পর্যন্ত , স্টার পেসিফিক হোটেল হতে মাজারগেইট-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পর্যন্ত। নাজিমগর রিসোর্ট এন্ড গার্ডেন হতে শাহপরাণ (রঃ) মাজারগেইট-ইসলামপুর বাজার-টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পর্যন্ত। নির্বানা-ইন হোটেল হতে মির্জাজাঙ্গাল-লামাবাজার-রিকাবীবাজার-চৌহাট্টা-হযরত শাহজালাল (রহঃ)মাজারগেইট-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পর্যন্ত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এর পক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি