গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
শিক্ষার মানোন্নয়নে বিভাগীয় কমিশনারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণের সমন্বয়ে গোয়াইনঘাটে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নে সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসানের ৪৬ দফা নির্দেশনা বাস্তবায়নে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক প্রমুখ। সভায় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা এবং কলেজিয়েট স্কুলের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা বাস্তবায়ন হলে শিক্ষার গুণগতমান পরিবর্তন হবে। কমিশনার মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা প্রতিস্থানের প্রধানগণকে এ বিষয়ে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়মিত মনিটরিং করা এবং প্রয়োজনীয়তার নিরিখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। সভায় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের বক্তব্যে বলেন বিভাগীয় কমিশনার যে নির্দশনা দিয়েছেন তাতে শিক্ষার সার্বিক উন্নয়ন হবে। তাই তারা সকলেই নির্দেশনাগুলো যথাযথ ভাবে পালন করবেন বলে উপজেলা নির্বাহী অফিসারকে আশ্বস্ত করেন।