পৃথক অভিযানে ডাকাত ও অস্ত্রসহ গ্রেফতার ৪

3

স্টাফ রিপোর্টার

সিলেটে পৃথক অভিযানে ডাকাত ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশ। গত ২৪ ঘন্টায় নগরী ও সিলেটের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নগরীর নাইওরপুলে দেশীয় অস্ত্রসহ ২ জন, ৮টি মামলায় বালাগঞ্জের এক ডাকাত ও দোয়ারায় বিদেশী মদ ও বিয়ারসহ এক জন রয়েছে।
জানা যায়, সিলেটের নাইওরপুল পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসিকতায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার সকালে নাইওরপুল পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল ফরহাদ, অলিউর রহমান ও রিপন মিয়া। ৯টার দিকে শিবগঞ্জ রোড থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নজরে আসে সার্জেন্ট সোহানের। সন্দেহ হলে তিনি মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দেন। তবে, চালক সংকেত উপেক্ষা করে দ্রæত লেন পরিবর্তন করে পালানোর চেষ্টা করে এবং একটি রিকশাকে ধাক্কা দেয়, ফলে রিকশাচালক আহত হন।
সাহসী ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার দল দ্রæত এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা এক আরোহীকে আটক করেন। তবে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট সোহান নিজেই তাকে ধরতে উদ্যোগী হন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করেন এবং মিরাবাজার রোড সংলগ্ন একটি গলি থেকে অভিযুক্ত ব্যক্তিকে সফলভাবে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন- শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার জব্বার মিয়ার ছেলে মানিক ওরফে হীরা মিয়া ও খাদিমপাড়ার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে, সিলেটে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হোসেন ওরফে রিপন (৩৫) বালাগঞ্জের নশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহ এর ছেলে। বুধবার গভীর রাতে নশিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় ৩টি, গোলাপগঞ্জে ১টি, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতয়ালী থানায় ১টি (অস্ত্র মামলা), এয়ারপোর্ট থানায় ১টি, বিশ্বনাথ থানায় ১টি, বালাগঞ্জে ১টি সহ মোট ৮ টি মামলা রয়েছে।
অপরদিকে, দোয়ারাবাজার এলাকা থেকে বিদেশী মদ ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার রাতে বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মহরম আলী (৩৪) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কিরণপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর মিডিয়া শাখা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে দোয়ারার বাংলাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ বোতল বিদেশী মদ ও ১০ বোতল বিয়ারসহ মহরম আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।