বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা গ্রহণের উত্তম সময় হলো রমজান মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়, যা পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার পেশা শুধুমাত্র প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং সমাজের জন্য কল্যাণকর অবদান রাখার একটি মাধ্যম। প্রকৌশলীরা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে দেশের অবকাঠামো ও উন্নয়ন আরও গতিশীল হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্চারাল কন্সালটেন্সি ফার্ম (এইএসিএফ) সিলেটের উদ্যোগে সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: শাহাব উদ্দীন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের চিপ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মহি উদ্দিন আহমেদ, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, আইডিইবি’র সাবেক সভাপতি মাহমুদুর রশীদ মশরুর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, নগর পরিকল্পনাবিদ তানবির আহমদ।
বক্তব্য রাখেন এইএসিফ এর সহ-সভাপতি প্রকৌশলী আবু তাহের, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী সদানন্দ ভটাচার্য, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাইনুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী জুবেল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রকৌশলী সিবু প্রসাদ দাস।
এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী শফিকুল ইসলাম টিটু, প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী সদরুল ইসলাম, প্রকৌশলী কৃপেশ দেবনাথ, প্রকৌশলী আব্দুর শহীদ, প্রকৌশলী এহসানুল করিম চৌধুর রিমন, প্রকৌশলী শাহাজান কবির ডালিম, প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দীন, প্রকৌশলী তুফায়েল আহমেদ সোহাগ, স্পন্সর প্রতিষ্টান লাফার্জ সিমেন্টের ডেপুটি ম্যানেজার মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রকৌশলী আব্দুল মুহিত। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রাফি খোবায়েব। কোরআনে হাফিজ হওয়ায় সংগঠনের পক্ষ থেকে হাফিজ আব্দুর রাফি খোবায়েবকে সংবর্ধনা প্রদান করা হয়।