২৩ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৫ আসনে প্রার্থী ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শাহবাগ জামেয়ায় অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ ইমরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দেশ ও জাতি আজ কঠিনকাল অতিক্রম করছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই। নির্বাচন সামনে রেখে সরকারি দল প্রচারণা চালালেও বিরোধী রাজনৈতিকদলগুলো তাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। প্রতিদিনই বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও দেখা যাচ্ছে না। নেতৃবৃন্দ বলেন, সিলেট-৫ আসন উলামায়ে কেরামের ঘাঁটি। এখানে অতীতে আলেমরা নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এবারও সিলেট-৫ আসনের জনগণ একজন যোগ্য আলেম মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে দেখতে চায়। বক্তারা বলেন, মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হলে সিলেট-৫ আসনের মানুষ তাকে বিজয় করতে মাঠে ঝাঁপিয়ে পড়বে। তাই সবদিক বিবেচনা করে বিএনপি তথা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দের কাছে সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণার দাবি জানান জমিয়ত নেতৃবৃন্দ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সাব্বির আহমদ, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ইমরান হোসাইন চৌধুরী, মাওলানা খালেদ আহমদ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুর রহমান নাদিম, মাওলানা মারুফ আহমদ, মাওলানা আসাদ উদ্দিন সহ বিপুল সংখ্যা জমিয়ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি