রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে গত মঙ্গলবার ফেনীর মহিপালে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা হামলা ও পাশবর্তী স্থানে অগ্নি সংযোগের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বুধবার (১ নভেম্বর) সিলেট নগরীর সোবহানীঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রং মহল টাওয়ারের সামনের পুলিশী বাধার মুখে তাৎক্ষণিক সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।
সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন দিনার এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা অবৈধ আওয়ামী সন্ত্রাসীদের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে বলেন, আওয়ামী লীগ কোন আধুনিক রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের আখড়া। এরা সবসময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনীতে ভরিয়ে দিতে চাচ্ছে। এই দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবাত্মার অবমাননার বিভিন্ন দিক।
নেতৃবৃন্দ আরো বলেন, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে বাধা দানের উদ্দেশ্যে দেশনেত্রী গাড়ী বহরে চৈতন্যহীন বর্বর আক্রমণ চালাতে দ্বিধা করেনি। শুধু অসংখ্য গাড়ী কিংবা দলের নেতাকর্মীদেরকে আঘাত করা নয়, তারা দায়িত্বরত গণমাধ্যমে সাংবাদিকদের ওপরও নৃশংস আঘাত করেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ জিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আমিরুল হক সলিড, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পান্না, শাকিল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাজ্জাদ আরিফ, জেলা ছাত্রদলের গণ সংযোগ সম্পাদক এনামুল হক, মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদব ফয়জুল হক রাজু, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমদ, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য শেখ নয়ন, কায়েছ আহমদ, সুহেল আহমদ, মুহিব খান, সাহেদ আহমদ, ফাহিম আহমদ তোহা, আফজল আহমদ চৌধুরী, সায়মন আহমদ, জাকোয়ান হোসেন, জুমেল চৌধুরী, শাহিন আহমদ, আব্বাস তালুকদার, রিমন হাসান রিমু, রায়হান আহমদ রুহেল, সজিবুর রহমান সজিব, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সাহেদ চৌধুরী, দিদারুল ইসলাম সাজু, সাঈদুর ইসলাম কাওসার, তাজিম খান, বাহার আহমদ, এমএ হাসান সাগর, মামুন আহমদ, আজিম হোসেন, মো. দিলোয়ার, জহির আহমদ, মাহফুজ আহমদ, ফজলুল রহিম মারুফ, পিংকু আহমদ, আকিরুল ইসলাম চৌধুরী জিসান, ফরহাদ আহমদ রাজা, হাবিব আহমদ মুক্তা, মুজিবুর রহমান পবলু, ঝানটু তালুকদার, রিপন আহমদ, জালাল মির, লিটন চৌধুরী, রাসেল আহমদ, রুবেল, মুর্শেদ, শাকিল, মোহন সাদ্দাম, জাবেদ, তিহাম, রেদওয়ান, রুমেল, সাদিক, তারেক, সাইফুল, মিজান, সাকেল, রাহি প্রমুখ। বিজ্ঞপ্তি