স্টাফ রিপোর্টার
সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের পূর্ব কাজির বাজার পিয়াজ পট্টি জামে মসজিদের ৩ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। মসজিদ কমিটির মোতাওয়াল্লি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়- গত ২৩ ফেব্রæয়ারি মসজিদে উপস্থিত মুসল্লিদের মতামতের ভিত্তিতে পূর্ব কাজির বাজার পিয়াজ পট্টি জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
মসজিদ কমিটির নতুন কার্যকরী পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট কমিটির মোতাওয়াল্লি মোঃ জিয়াউল ইসলাম ও মোঃ ফটিক মিয়া (বড়) কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী (জানুয়ারী ২০২৫-ডিসেম্বর ২০২৭ ইংরেজী) কমিটি করা হয়।
পূর্ব কাজির বাজার পিয়াজ পট্টি জামে মসজিদ কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-মোতাওয়াল্লি মোঃ জুয়েল আহমদ, এমএম হোসেন মানিক, হাজী মোরাদ আহমদ, ও মোঃ ফজল হক।
যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফটিক মিয়া (ছোট) ও মোঃ ইকবাল হোসেন। কোষাধ্যক্ষ হাজী আতিকুর রহমান ছদরু ও সহ-কোষাধ্যক্ষ হাফিজ মোঃ আব্দুল লতিফ। ধর্ম বিষয়ক সম্পাদক সায়েদ আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গনিউল ইসলাম ও প্রচার সম্পাদক আখতার আলী।
সদস্যরা হলেন- তোতা মিয়া, আহবাব হোসেন, কিবরিয়া খান, রুহুল আমিন, মুহিবুল আলম, মোঃ কাহির মিয়া, রফিকুর রহমান, বেলাল আহমদ ও হাজী মোঃ আলমগীর।