গোয়াইনঘাটে আত্মহত্যাকারী পুলিশ কর্মকর্তার লাশ পরিবারের কাছে হস্তান্তর

32

কে এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটে থানা কোয়ার্টারের ভেতরে আত্মহত্যা করে নিহত সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সুদীপ বড়ুয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর গতকাল সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর তরা হয়। পরিবারের পক্ষ থেকে নিহত সুদীপ বড়ুয়ার স্ত্রী ববি বড়ুয়া মরদেহটি বুঝে নেন। এ সময় জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মো. নজরু ইসলাম পিপিএম, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল ও ওসি (তদন্ত) হিল্লোল রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত রবিবার দুপুরে থানা অভ্যন্তরের পুলিশ কোয়ার্টারে নিজ কক্ষে আত্মহত্যা করেন থানার এসআই সুদীপ বড়ুয়া। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সুনাইচরি গ্রামের রবীন্দ্রনাথ বড়ুয়ার ছেলে। সুদীপ বড়ুয়া প্রায় ২৮ বছর ধরে পুলিশ বাহিনীতে চাকরি করে আসছিলেন। সর্বশেষ চলতি বছরের ১৬ ফেব্র“য়ারি তিনি সিলেটের গোয়াইনঘাট থানায় যোগদান করেন।