মৌলভীবাজারে প্রধান বিচারপতির বাড়িতে নিরাপত্তা জোরদার

26

কাজিরবাজার ডেস্ক :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের পুনর্বিবেচনার (রিভিউ) এর চূড়ান্ত রায়কে ঘোষণার আগে থেকেই এ নিরাপত্তা জোরদার করা হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ দু’টি রিভিউয়ের রায় দেওয়া হবে।
এ দু’টি রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধান বিচারপতির ছোট ভাই নীল মনি সিনহা বলেন, বাড়ির নিরাপত্তায় চারজন পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আশা করি কোনো সমস্যা হবে না।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ্ জালাল  জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।
ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন নায়েক আব্দুল কুদ্দুস, কনস্টেবল রাধা কান্ত বিশ্বাস, আবু সাইদ ও সাদেকুল ইসলাম।