নগর ভবনে মতিবিনিময় সভা ॥ সিসিকের উন্নয়ন কাজে বাধা দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক প্রতিনিধিরা

8
সিটি কর্পোরেশনের সড়ক প্রশস্তকরণ, ড্রেন, ফুটপাত নির্মাণ কাজে পরিবহন শ্রমিকদের বাধা দান মেয়র, কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারী উন্নয়ন কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিক সহ আইন শৃংখলা বাহিনীর উপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় সিলেটের নাগরিক প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের সড়ক প্রশস্তকরণ, ড্রেন, ফুটপাত নির্মাণ কাজে পরিবহন শ্রমিকদের বাধা, কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারি, উন্নয়ন কাজে নিয়োজিত নির্মান শ্রমিক সহ আইনশৃংখলা বাহিনীর উপর চৌহাট্টাস্থ মাইক্রোবাস ও প্রাইভেটকারের পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিলেটের নাগরিক প্রতিনিধিরা। রাষ্ট্রীয় কাজে বাধা দানের ঘটনা সিলেটের উন্নয়ন বিরোধি চক্রের কাজ উল্লেখ্য করে বক্তারা সিলেটের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টায় সিসিকের সড়ক উন্নয়ন কাজে বাধা দেন মাইক্রোবাস-প্রাইভেটকারের কিছু সংখ্যক শ্রমিক। এই ঘটনার প্রতিবাদে নগর ভবন সভা কক্ষে সিসিক মেয়র এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় এই মেয়র কাউন্সিলর সহ আইনশৃংখলা বাহিনীর উপর হামলা সিলেটের সম্প্রীতির সমাজকে নষ্ট করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। নগরের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনার বর্ণনা দেন।
কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর মো. ছয়ফুল আমীন, কাউন্সিলর আফতাব হোসেন খান, রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিক লোকমান আহমদ,সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার মঈনুল হক চৌধুরী, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সাল মাহমুদ ও ডিসি (উত্তর) আজবাহার আলী, কতোয়ালি থানার ভার প্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ, প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ, লেখক কলামিস্ট সালেহ আহমদ খসরু, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহম চৌধুরী, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক আশরাক আমীন রাব্বি, সিলেট জেলা প্রেসক্লাকের সহ সভাপতি এস সুটন সিংহ, স্পোর্টস জার্নালিস্ট ফোরাম সিলেটের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, এটিএন বাংলা ইউকের সাংবাদিক মো. শফিকুল ইসলাম, সাংবাদিক মাঈদুল ইসলাম রাসেল, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইউসুফ সেলু, বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা জাসদ নেতা সোলেমান আহমদ, জাসদ নেতা মহি উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জাসাস নেতা মঞ্জুর হোসেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হোলাম হাদী ছয়ফুল, সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ, পুলক কবীর চৌধুরী, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সদস্য মো. আকমামম সাদুল্লাহ, পরিবহন শ্রমিক নেতা কাউসার হোসেন রকি, কাজী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি রাহেল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী সমিতির সদস্য ফয়জুল হাসান, নয়াসগক বিজনেস এসোসিয়েশনের সদস্য তাহমিদুল হাসান জাবেদ, ব্যবসায়ী নেতা লিয়াকত আলী পিন্টু, এ মুহিদ চৌধুরী, মো. আলেক মিয়া, আবুসাঈদ মো. তায়েফ, মো. হোসেন খান ইমাদ, মো. রকিবুল বারী নোমান, আঢজল হোসেন, ব্যবসায়ী নেতা আমজদ আলী, আহমদ আফজল সিরাজ, নিয়াজ মো. আজিজুল করিম, মো. সাহেদ বকস, দরগা বাজার ব্যবসায়ী নেতা লুৎফুর রহমান, ব্যবসায়ী নেতা মো. ইকবাল হোসেন, আবুল খায়ের মাহবুব, ব্যবসায়ী নেতা এম এ এইচ সোহেল, মো. ছাদ মিয়া, মো. কয়ছর আহমদ, মো. সায়দুল আলম, শহিদুল হক, অলিউর রহমান চৌধুরী, ফরহাদুজ্জামান চৌধুরী, কুতুবুর রহমান, ফারুক আহমদ খান, আহমেদ ফুয়াদ বিন রশিদ, মো. আলা মিয়া, হোসেন আহমদ, আব্দুল হাদী পাবেল, আব্দুল মুনিম মল্লিক, মো. ফিরোজ উদ্দিন, নাগরিক প্রতিনিধি এনায়েত হোসেন চৌধুুরী, কিবরিয়া চৌধুরী, মো. আব্দুস সামাদ, ফয়েজ ্আহমদ, ডা. সাহেদুল ইসলাম, আশিষ দে, মো. আব্দুল মালিক।
সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছর সমাগত। সরকারে সারা দেশের উন্নয়ন ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজও এগিয়ে চলছে। সকলের সহযোতিায় এই উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি