প্রশাসনে ১৫ উপ-সচিব পদে রদবদল

40

কাজিরবাজার ডেস্ক :
প্রশাসনে ১৫ উপসচিব পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত purchase_91354প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের সচিব (উপ-সচিব) মো. মাইন উদ্দিনকে পরিবশে মন্ত্রণালয়ের চট্টগ্রামের বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব শেখ শোয়েবুল আলমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিএম পদে ন্যস্ত করা করা হয়েছে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ শহীদুল আলমকে বান্দরবান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মনিরুজ্জামানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আনোয়ার হোসেন চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়ে, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিনকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে, গুচ্ছগ্রাম প্রকল্পের আঞ্চলিক প্রকল্প পরিচালক মো. মশিউর রহমানকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেনকে অর্থ বিভাগের উপ সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়াকে ভূমি মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ড. মো. আলফাজ হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগমকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
রংপুর ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার তালেবুর রেজা মো. মোস্তাকুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানকে অর্থ বিভাগের উপসচিব এবং উপ-সচিব মোহাম্মদ মাহবুব শাহীনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।