গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বৈশাখী উৎসবের বিকল্প নেই – সমাজকল্যাণমন্ত্রী

42

DSC_0284সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন, বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের স্মারক বৈশাখ উৎসব। জীবনের সাথে শিল্পের অবিচ্ছেদ্য অংশ। জীবনের জন্য যে সংস্কৃতি চর্চা তার প্রমাণ পাওয়া যায় বাংলা নববর্ষের অনুষ্ঠানগুলোতে। এই ঐতিহ্যকে দীর্ঘদিন যাবৎ লালন করে আসছে বাঙালি জাতি। আমাদের নতুন প্রজন্মকে এর ধাবাবাহিকতা ধরে রাখতে উৎসাহিত করতে ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বৈশাখী মেলার বিকল্প নেই। মেলায় নারী-পুরুষ ও শিশুরা এসে আনন্দিত হন। এখান থেকে তারা সহজেই কমদামে পছন্দের জিনিসপত্র ক্রয় করতে পারেন।
সমাজকল্যাণ মন্ত্রী গত ২৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন উইন্টার গার্ডেন এ বৈশাখী উৎস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ১ম সহ সভাপতি হাসিন আহমদ, সিলেট হোটেল এন্ড গেইস্ট হাউস অর্নার গ্র“পের জেনারেল সেক্রেটারী ও হোটেল নির্ভানা ইন এর ম্যানেজিং ডাইরেক্টর তাহমিন আহমদ, স্টার প্লাস এর স্বত্ত্বাধিকারী রেজাউল আলম, রাহেল প্রমুখ। বিজ্ঞপ্তি