টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি

13

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরে গত বছরের সরকারের নির্দেশনা মতে এ বছরও পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলার অন্যতম পর্যটন স্পট টাঙ্গুয়া হাওর, শহীদ সিরাজ (নীলাদ্রী) লেক, জয়নাল আবেদীন শিমুল বাগান, বারেকটিলা,যাদুকাটানদীসহ এখানকার দর্শনীয় স্থানগুলোতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।
শুক্রবার (১১ জুন) দুপুরে উপজেলা সদরে অবস্থান করা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের দ্রুত স্থান ত্যাগ করতে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান কবির জানান, শুক্রবার দুপুর থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে পর্যটকদের আনাগোনা ছিল লক্ষ্যনীয়। দূরদূরান্ত থেকে ছুটে আসা এসব পর্যটকবাহী নৌকা ও বাস ফিরিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী করোনা ভাইরাস বিস্তাররোধে সরকারের নির্দেশনামতে উপজেলার পর্যটন স্পটগুলোতে পূর্বের মতই পর্যটকদের সমাগমে নিষেধাজ্ঞা বলবত রয়েছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাহিরপুর থানা পুলিশ ও টেকেরঘাট পুলিশ ফাঁড়িকে নির্দেশনা দেয়া হয়েছে।