গোলটেবিল বৈঠকে বক্তারা ॥ রাজনৈতিক দল সমূহের মধ্যে সহাবস্থান নিশ্চিত করার দাবী

64

democracy internationalডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডি আই) এর সার্বিক সহযোগিতায় পলিটিক্যাল ফেলো এলামনাই এসোসিয়েশন, সিলেট এর উদ্যোগে রাজনৈতিক দলসমূহের মধ্যে সহাবস্থান নিশ্চিত করণে সমস্যা সমূহ চিন্থিত করণ এবং এই সমস্যা সমূহ সমাধানে করণীয় শীর্ষক একটি গোলটেবিল বৈঠক গতকাল বিকেল ৩টায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন রাজনৈতিক দল সমূহের মধ্যে গণতান্ত্রিক মনোভাব ও চর্চা না থাকা, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার অভাবে আমাদের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করণে সমস্যা হচ্ছে। এই সমস্যা সমূহের সমাধান কল্পে কিছু সুপারিশমালা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য সুপারিশ সমূহ হচ্ছে সকল রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের সমন্বয়ে একটি ঐক্য ফোরাম গঠন করা, গণদাবী পরিষদ গঠন করা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, ব্যক্তি ও দলের চেয়ে দেশের স্বার্থকে অধিক গুরত্ব প্রদান করা, নেতৃবৃন্দকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং সহনশীল হওয়া, নেতাদেরকে আদর্শের রাজনীতি চর্চা করা, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, উদারতা ও সামাজিক সম্পর্কের চর্চা করা, ভালো কে ভালো এবং নেতিবাচক বিষয়কে নেতিবাচক হিসেবেই চিহ্নিত করা, ব্যক্তিগত রেষারেষি বন্ধ করা ইত্যাদি। পলিটিক্যাল ফেলো এ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য আবদুল কাইয়ুম ও জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান  যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল গাফ্ফার, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য নাজনীন হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সামিয়া চৌধুরী এবং সুশীল সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন -নূর,  সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এড. এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন। গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সিটি কাউন্সিলর শাহানারা বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবী ফাতেমা ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবীর শেপি, জেলা মহিলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার, এ্যাড. তাপসবন্ধু দাস। ডেমক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল কোর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী এবং ডেপুটি রিজিওনাল কোর্ডিনেটর মোছাঃ রাহিমা বেগম। পলিটিক্যাল ফেলো এ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এড. খালেদ জোবায়ের, এবাদুর রহমান, রিনা বেগম, এ্যাডভোকেট নাসিমা বেগম, রহিমা আক্তার, তানিয়া আক্তার ও শাহ তানিম মাহমুদ প্রমুখ। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন সোহেদুল ইসলাম সোহেদ, আতিকুর রহমান সামি, এড. ফজলুল হক সেলিম, সৈয়দা ইফফাত তানজীন প্রমুখ। গোলটেবিল বৈঠকের সার্বিক সমন্বয় সাধন করেন এডভোকেট শেহজিন ওয়াজিয়া হোসেন। সভাপতিত্ব করেন এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য আব্দুল আলিম তুষার। বিজ্ঞপ্তি