আলোকিত হলো তারা

30

নেছার আহমদ নেছার

সিক্ত বাতাস ছড়িয়ে আছে পৌষের
রাতে প্রচন্ড শীত, এরি মাঝে
জ্যোৎস্নাভরা মায়াবী রাত, সৈকতে
যেতে ব্যস্ত হয়ে পড়া যুগল যুবক যুবতী
গরম কাপড় সঙ্গে করে হাত ধরে
বেরিয়ে পড়ল হোটেল থেকে।

কি যে নেশা কি যে মায়া
কত যে আবেদন আসক্তির মাঝে
বিমুগ্ধ মনে সৈকতে এসে পত্রিকা বিছিয়ে
বসে পড়ল নির্দিষ্ট স্থানে। এর মাঝে
অসংখ্য পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে।

হঠাৎ একদল বেরসিক
বখাটে ছেলেরা উৎপাত শুরু করল
পত্রিকা গুটিয়ে স্থান ত্যাগ করল
যুবক যুবতী, অন্য একটি নিরাপদ
স্থানে জায়গা করে বসে পড়ল।

কত গল্প কত স্বপ্ন আঁকলো দু’টি মন।
মধুর সংগোপনে রাতটাই পার করে দিল ওরা
সৈকতে বসেই প্রচন্ড শীতে সূর্যোদয় দেখল
এ যেন নতুন কোন সূর্যের
আলোয় আলোকিত হলো তারা।