সাম্প্রদায়িক সম্প্রীতির নগরকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিন – বদর উদ্দিন কামরান

78

সাম্প্রদায়িক সম্প্রীতির নগরকে আরো এগিয়ে নিতে ৩০ জুলাই অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
শনিবার বিকেলে সিলেট নগরীর কাজলশায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তার বক্তব্যে তিনি বলেন, ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। এখানে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। প্রত্যেক সম্প্রদায়ের লোকজনই তাদের নিজনিজ ধর্মীয় অনুষ্ঠানাদি নির্বিঘেœ উদযাপন করেন। এক সম্প্রদায়ের উৎসবে অন্যান্য সম্প্রদায়ের লোকজনও অংশগ্রহণ করেন।’
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘সিলেটের এই সম্প্রীতিকে আমি আরো অনেকদূর এগিয়ে নিতে চাই। যাতে সারাদেশের মধ্যে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। আর এ জন্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতা চাই। আশা করি আপনারে মূল্যবান ভোটে মেয়র নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারব।’
ইসকন বাংলাদেশের সহ সভাপতি ও ইসকন মন্দির সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক দেবজিৎ সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর প্রার্থী আব্দুর রকিব বাবলু, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লায়েক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি