বৃষ্টিতে মডেল স্কুলে জলাবদ্ধতা, বিপাকে শিক্ষার্থীরা

48

Pic 02-04-15-1সামান্য বৃষ্টিতে সিলেট নগরীর প্রাণকেন্দ্র মিরাবাজারস্থ মডেল হাই স্কুলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সামান্য বৃষ্টিতে স্কুলের মাঠে হাঁটু পানি এমনকি ক্লাসের বারান্দাতেও পানি চলে যায়। ফলে ক্লাস করানো সম্ভব না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ প্রথম ঘন্টার পর ছুটি দিতে বাধ্য হন। সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থার সৃষ্টি হয় তাহলে বর্ষা মৌসুমে কি হবে তা নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, স্কুলের আশপাশের ড্রেনেজ ব্যবস্থাই এর জন্য দায়ি। আশপাশের ড্রেনগুলো পরিষ্কার না থাকায় স্কুলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্কুলে এমন জলাবদ্ধতা সৃষ্টি হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। পানি নিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা না নেয়ার ফলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এমনটিই দাবি তাদের। সরজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের ফটক থেকে শুরু করে পুরো মাঠ জুড়ে হাঁটু পানি। এমনকি ক্লাসের ভিতরেও পানি ছুঁই ছুঁই করছে। ড্রেনের ময়লা আবর্জনা মিশ্রিত এ পানি ডিঙ্গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে যেতে হয়। এছাড়া প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ প্রথম ঘন্টার পরই স্কুল ছুটি দিয়ে দেয়। এ ব্যাপারে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোছা. পিয়ারা বেগম জানান, হাঁটু পানি ডিঙ্গিয়ে ছাত্র ছাত্রীদের ক্লাসে যেতে হচ্ছে। পুরো মাঠ জুড়েই পানি। আবারও বৃষ্টি হলে ক্লাসের ভেতর পানি উঠতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। স্কুলের সহকারী প্রধান শিক্ষক এ.কে. আজাদ চৌধুরী জানান, এমনিতেই দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে যথাযথভাবে ক্লাস নেয়া সম্ভব হয়নি। এর মধ্যে সামান্য বৃষ্টিতে যদি স্কুলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ক্লাস করানো সম্ভব হয়না তাহলে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়বে। শিক্ষার্থীদের ক্লাস করার সুবিধার্থে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের সুব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষকবৃন্দ। স্কুলের শিক্ষকরা বলেন, এই নোংরা পানি ডিঙ্গিয়ে ছাত্র ছাত্রীদের ক্লাসে যেতে হচ্ছে। ড্রেন পরিষ্কার থাকলে স্কুলের মাঠে এ জলাবদ্ধতা হতো না। (খবর সংবাদদাতার)