কমলগঞ্জে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

45
আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত করছেন অতিথিবৃন্দ।

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ছয়বারের নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর করোনায় ভাইরাস থেকে রোগমুক্তি কামনায় নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বাদজোহর কমলগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা চৌমুহনী সংলগ্ন আদমপুর রোডস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে ২৫ জন মাওলানা খতমে কোরআনে অংশ নেন এবং পরে পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত গণমানুষের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র রোগমুক্তির জন্য পরম করুণাময়ের কাছে দোয়া চান। দোয়া মাহফিলে যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মনছুরুল হক।
এদিকে বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র রোগমুক্তি কামনায় কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ এর ব্যক্তিগত কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। এয়াড়া কমলগঞ্জ থানা মসজিদের আয়োজনে অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের ব্যবস্থাপনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।