সিলেটের মানবিক উন্নয়নে রোটারিয়ানদের অবদান রয়েছে ————–কয়েছ লোদী

34

DSC_0235সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সেবার আদর্শে উজ্জীবিত হয়ে রোটারিয়ানরা মানবতার কল্যাণে কাজ করেন। তাদের বিশ্বজনীন স্বীকৃতি রয়েছে। সিলেটের মানবিক উন্নয়ন অগ্রগতিতে রোটারী ক্লাবগুলোর অবদান সর্বমহলে প্রশংসিত। তাদের অনুকরণীয় দৃষ্টান্ত সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে।
তিনি গতকাল ২৮ মার্চ শনিবার সকালে নগরীর হাউজিং এষ্টেটে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও চাঁদের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের সহযোগিতায় গরীব দুস্থ মহিলা ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রমের লক্ষ্যে ‘মা-মনি হেলথ কেয়ার প্রজেক্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ছিদ্দেক আলী তালুকদার পিএইচএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান এম.এ রহিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদের হাসি ক্লিনিকের চেয়ারম্যান রোটারিয়ান ডা. জুবায়ের আহমদ, রোটারিয়ান পিপি আব্দুল খালিক, রোটারিয়ান পিপি সৈয়দ সুজাত আলী, রোটারিয়ান ইকবালুর রহিম খান, রোটারিয়ান জাহিদ উদ্দিন, রোটারিয়ান বিকাশ কান্তি দাস, সমাজসেবী ফয়জুল ইসলাম সুমন, ওমর মাহবুব, মাক্কীন আহমদ, পাবেল প্রমুখ।
পরে দিনব্যাপী শতাধিক দরিদ্র-অসহায় মা ও শিশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি