শিক্ষাকে কাজে লাগাতে প্রশিক্ষণের বিকল্প নেই – জেলা প্রশাসক

70

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের বেকার জনগোষ্ঠিকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ হওয়ার একমাত্র পথ হচ্ছে শিক্ষা, আর শিক্ষাকে কাজে লাগাতে হলে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রবাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সিলেটের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। গতকাল শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র অর্থায়নে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রস্টের চেয়ারপার্সন এমএ মল্লিক আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের উদ্বোক্তা সুরমান আলী সুমনের উপস্থাপনায় অলংকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকতা মুহাম্মদ আসাদুল হক, অলংকারী ইউপি চেয়ারম্যান মো. লিলু মিয়া, প্রাইম ব্যাংক সিলেট উপশহর শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক তজম্মুল আলী রাজু, ইউপি সদস্য রফিক মিয়া ও আব্দুর রব এবং দেওকলস ইউনিয়নের উদ্বোক্তা সাদিকুর রহমান। অনুষ্ঠান শেষে ট্রাস্ট ও সানশাইন মডেল একাডেমীর পক্ষে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।