ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ২

23

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা হলো, রাগবপুর গ্রামের আইন উল্যা (৪৫), নুর মিয়া (৫০), আব্দুল খালিক (৪০), রানু মিয়া (৩২), মাছুদ মিয়া (৪৫), সেবুল মিয়া (২৫), আব্দুর নুর (৫৫) ছাড়া তাৎক্ষণিক অনান্য আহতের নাম জানা যায়নি। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিলেট ওসমানী হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দয়ামীর ইউনিয়নের রাগবপুর গ্রামে উক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাগবপুর গ্রামের ফয়েজ মিয়ার সাথে একই গ্রামের নুর মিয়ার সাথে পাওয়না টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ওসমানীনগর থানার এস আই সনক কান্তি একদল কনষ্টেবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ইলিয়াছ মিয়া (৩৫), আজাদ মিয়া (৩০) কে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় সংঘর্ষের মূলহোতা ফয়েজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করলেও স্থানীয় প্রভাবশালীদের চাপের মুখে ফয়েজ মিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা সনক কান্তি ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।